কেন্দ্র সরকার থেকে দিচ্ছে ১৫০০০ টাকা সব ছেলে ও মেয়েদের জন্য । বিকশিত ভারত যোজনা শুরু হলো গোটা ভারত জুড়ে।।

কেন্দ্র সরকার থেকে দিচ্ছে ১৫০০০ টাকা সব ছেলে ও মেয়েদের জন্য । বিকশিত ভারত যোজনা শুরু হলো গোটা ভারত জুড়ে।।



যদি আপনিও প্রথমবার কোনও জায়গায় চাকরি করলে পেতে পারেন সরকারের ১৫ হাজার টাকা ইনসেনটিভ। সেই ক্ষেত্রে সুবিধা পেতে আপনাকেও করতে হবে কিছু কাজ। জেনে নিন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় (PM Vikasit Bharat Yojana) রেজিস্ট্রেশন করতে কোন পদ্ধতি অবলম্বন করবেন।

১) এই যুবকরা পাবেন সুবিধা :

১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে দেশের যুবকদের জন্য নতুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করার ঘোষণা করেন। এই যোজনার আওতায়,

প্রথমবারের মতো কর্মরত যুবকদের সরকার ইনসেনটিভ দেবে। এই যোজনার মাধ্যমে সরকার যুবকদের ১৫০০০ টাকা দেবে।

২) প্রধানমন্ত্রী বিকাশিত ভারত যোজনা:

১৮ অগাস্ট সোমবার সরকার এই যোজনার পোর্টালও চালু করেছে। এখন তরুণদের মনে প্রশ্ন উঠছে- তারা কীভাবে এই পোর্টালের মাধ্যমে এই যোজনার সুবিধা পেতে রেজিস্ট্রেশন পেতে পারবেন। এখানে জেনে নিন সব প্রক্রিয়া।

৩) আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন ?

কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় যুবকদের ১৫০০০ টাকা দেবে। এর জন্য সোমবার অফিসিয়াল পোর্টালটিও চালু করা হয়েছে। প্রথমবারের মতো কাজ করা যুবকরা এই পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এর জন্য তাদের প্রথমে তাদের UAN জেনারেট করতে হবে। তাও উমঙ্গ অ্যাপে ফেস অথেনটিকেশনের মাধ্যমে।

আপনাকে জানিয়ে রাখি যে প্রথমবার কাজ করা যুবকের UAN জেনারেট হওয়ার পর কোম্পানি তাদের আরও তথ্য স্কিমে এন্ট্রি করবে। যার জন্য কোম্পানি অফিসিয়াল পোর্টাল 

A) https://pmvbry.labour.gov.in/অথবা B) pmvbry.epfindia.gov.in-এ গিয়ে এই কাজটি করতে পারবে।

৪) এই যুবকরা সুবিধা পাবেন :

কেন্দ্র সরকারের শুরু করা এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। যারা এই নিয়মগুলি মেনে চলেন তারাই কেবল এই স্কিমের সুবিধা পেতে পারবেন। স্কিমের সুবিধা পেতে, ১ আগস্ট ২০২৫ সালের পরে যুবকদের চাকরি শুরু করা প্রয়োজন। তার আগে কর্মরত যুবকরা এই সুবিধা পাবেন না।

এর সঙ্গে আমরা আপনাকে জানিয়ে রাখি যে- যদি কোনও যুবক ৫ মাস পরে চাকরি ছেড়ে দেন, তাহলে তিনি এই সুবিধা পাবেন না। কারণ আর্থিক ভাতার প্রথম কিস্তি ৬ মাস কাজ করার পরে পাঠানো হবে। যেখানে দ্বিতীয় কিস্তি ১ বছর অর্থাৎ ১২ মাস পরে পাঠানো হবে, তাই এই প্রকল্পের এই নিয়মগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ।

আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো নীচে অবশ্যই কোন commend বক্সে জানাবেন। পেজটি ফলো করতে ভুলবেন না।


নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ।।


ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন:-https://youtube.com/@sp12creation?si=YewI52c3QINWVl5G

Whatsapp লিংক :- https://chat.whatsapp.com/FCD0YdqNw4I4xk6FUwAWfW

Telegram গ্রুপে join হয়ে যান:- https://t.me/s/sp12creation

Comments

Popular posts from this blog

পিএম কিষান 19 তম কিস্তির টাকা এবার এই সব কৃষকরা পাবেন না . Pm kisan 19th installment payment news today.

PM Kisan: কৃষকদের ডবল টাকা দেবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মানিত যোজনা টাকার পরিমাণ ১২০০০ হাজার হচ্ছে