Posts

ইন্ডিয়ান ব্যাংকে ১ লক্ষ্য টাকা জমা করলে ২ বছর পর কত টাকা রিটার্ন পাবেন আপনি ।।

Image
ইন্ডিয়ান ব্যাংকে ১ লক্ষ্য টাকা জমা করলে ২ বছর পর কত টাকা রিটার্ন পাবেন আপনি ।। Indian Bank: পাবলিক সেক্টরের ইন্ডিয়ান ব্যাঙ্ক গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দুর্দান্ত সুদ দিচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্কে ৭দিন থেকে ১০ বছর পর্যন্ত FD করা যাবে। নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োেগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই। প্রত্যেক গ্রাহকদের এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে। এখনকার সময়ে ফিক্সড ডিপোজিট বিনিয়োগের এ...

১ লা সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসে এই নিয়ম পরিবর্তন হয়ে গেল । এই নিয়ম না জানলে পস্তাবেন পড়ে ।।

Image
  ১ লা সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসে এই নিয়ম পরিবর্তন হয়ে গেল । এই নিয়ম না জানলে পস্তাবেন পড়ে ।। ঐতিহ্য হারিয়ে দ্রুত গতিতে ভারতীয় ডাক পরিষেবা। তার কারণ অত্যন্ত উন্নত মানের হতে চলেছে ভারতীয় ডাক পরিষেবা। এর ফলে পোস্ট অফিসের আর্থিক লেনদেন চিঠি কিংবা পার্সেল আদান-প্রদান সমস্ত কিছুতেই গতি বাড়ানোর নতুন পরিষেবা চালু করতে চলেছে যা বাঁচবে সাধারণ মানুষের সময়।  ডাক বিভাগ নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে চিঠি বা নথি পাঠানোর ১২৭বছরের পুরনো গতে বাধা সেই পরিষেবা। বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিতে সময়ের সঙ্গে এগিয়ে যেতে ডাক বিভাগের কর্মদক্ষতা বাড়াতে এবং তার পাশাপাশি খরচ কমাতে রেজিস্ট্রি পোস্টকে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই পরিষেবা যথেষ্টই দ্রুত গতিতে পাবেন গ্রাহকেরা। স্পিড পোস্টের আওতায় এলে পরে পরিষেবা দ্রুত হলেও ১২৭ বছরের ভারতীয় ডাক বিভাগের যে রেজিস্ট্রি পোস্ট ছিল আজ পর্যন্ত কেউ তাতে দাগ কাটতে পারেনি। ব্যাংক পোস্ট অফিস কিংবা টাকা পয়সা জড়িত যে কোনও বহু মূল্যবান নথিপত্র কিন্তু পাঠান হত কোনও প্রাইভেট কিংবা বেসরকা...

আজ থেকে শুরু শ্রমশ্রী প্রকল্প ! কি ভাবে আবেদন করবেন , ডকুমেন্টস কি কি লাগবে ।।

Image
আজ থেকে শুরু শ্রমশ্রী প্রকল্প ! কি ভাবে আবেদন করবেন , ডকুমেন্টস কি কি লাগবে । শ্রমশ্রী প্রকল্পের সূচনা হবে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা প্রতিমাসে ৫ হাজার টাকা করে পাবেন। যদিও পোর্টাল আজ চালু হচ্ছে না। যেসব পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসছেন, এই প্রকল্পের আওতায় তাদের নাম অন্তর্ভুক্ত করাবেন শ্রম দফতরের প্রতিনিধিরা। কোন জেলায় নাম অন্তর্ভুক্তি শুরু হবে? এই জেলাগুলিতে শ্রমশ্রী প্রকল্পের সূচনা (Shramashri Scheme starting date) মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে এই প্রকল্প আজ শুরু হবে বলে জানানো হয়েছে। আজ থেকে এই ৩ জেলায় শ্রম দফতরের প্রতিনিধিরা নাম তোলার কাজ করে দেবেন। যারা যারা আবেদন করতে  চাইছেন এই সব জেলা থেকে তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন । কারা পাবেন ৫ হাজার টাকা? (Who will get Shramashri Scheme) যারা কাজ না পেয়ে পশ্চিমবঙ্গে ফিরেছেন, তারা টানা ১২ মাস, অর্থাৎ, আপাতত একবছর পর্যন্ত এই ভাতা পাবেন। যতদিন নতুন কাজের ব্যবস্থা না হয়। প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর...

আপনার Provident Fund-এ কত ব্যালেন্স আছে? চেক করুন অনলাইনে! এখন খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন আপনি ।

Image
আপনার Provident Fund-এ কত ব্যালেন্স আছে? চেক করুন অনলাইনে! এখন খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন আপনি । নিজের মোবাইল ফোনের মাধ্যমে  Provident Fund Balance: আজকের যুগে এক মুহূর্তে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে চেক করে নেওয়া যায় কত টাকা জমেছে। কি ভাবে নিজের মোবাইল মাধ্যমে এই কাজ করতে হয়, জেনে নিন। কর্মচারীরা বছরের পর বছর কাজ করছেন কোনও না কোনও সংস্থায়। বিনিময়ে বছরের পর বছরে ধরে জমছে প্রভিডেন্ট ফান্ডের টাকাও। কিন্তু আপনার পিএফে ঠিক কত টাকা জমেছে, জানেন কি? আজকের যুগে এক মুহূর্তে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে চেক করে নেওয়া যায় কত টাকা জমেছে। কেমন করে এই কাজ করতে হয়, জেনে নিন। আপনার ইউএএন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যদি আধার ও ব্যাঙ্ক ডিটেলস যুক্ত থাকে তাহলেই ইপিএফও অফিসে না গিয়েও আপনি যে সংস্থায় চাকরি করেন প্রভিডেন্ট ফান্ডে তাদের অবদান ও আপনার প্রভিডেন্ট ফান্ডে সুদের পরিমাণও দেখতে পারবেন। সুখবর! প্রত্যেক মাসে ৫০০০ টাকা ভাতা এবং বছরে ৬০,০০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার নতুন প্রকল্প চালু হলো । কেন্দ্র সরকার থেকে দিচ্ছে ১৫০০০ টাকা সব ছেলে ও মেয়েদের জন্য । বিকশিত ভারত য...

সুখবর! প্রত্যেক মাসে ৫০০০ টাকা ভাতা এবং বছরে ৬০,০০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার নতুন প্রকল্প চালু হলো ।

Image
 সুখবর! প্রত্যেক মাসে ৫০০০ টাকা ভাতা এবং বছরে ৬০,০০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার নতুন প্রকল্প চালু হলো । WB Govt New Scheme: রাজ্য সরকার সাধারণত রাজ্যবাসীর জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসে কিন্তু এবার যে প্রকল্প নিয়ে এসেছে তার রাজ্যবাসীর চোখে তাক লাগিয়েছে। রাজ্য সরকার এবার এমন প্রকল্প নিয়ে এসেছে যেখানে রাজ্যের প্রচুর মানুষ প্রায় একটি মাত্র আবেদনে পাঁচ হাজার টাকা পেতে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার যে ঘোষণা করল এক অভিনব উদ্যোগ হতে চলেছে, প্রকল্পটি হল – 'শ্রমশ্রী প্রকল্প'। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্য, ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরিয়ে এনে, আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, এবং চাকরির মাধ্যমে স্বনির্ভর করে গড়ে গোেলা। এটি কেবলমাত্র একটি পুনর্বাসন প্রকল্প নয়, বরং একটি সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের নয়া দিশা হতে পারে। প্রকল্পের পটভূমি ও প্রয়োজনীয়তা:  আমরা সকলে জানি, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে অন্যভাষী রাজ্য যেমন, মহারাষ্ট্র, কেরল কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রম...

কেন্দ্র সরকার থেকে দিচ্ছে ১৫০০০ টাকা সব ছেলে ও মেয়েদের জন্য । বিকশিত ভারত যোজনা শুরু হলো গোটা ভারত জুড়ে।।

Image
কেন্দ্র সরকার থেকে দিচ্ছে ১৫০০০ টাকা সব ছেলে ও মেয়েদের জন্য । বিকশিত ভারত যোজনা শুরু হলো গোটা ভারত জুড়ে।। যদি আপনিও প্রথমবার কোনও জায়গায় চাকরি করলে পেতে পারেন সরকারের ১৫ হাজার টাকা ইনসেনটিভ। সেই ক্ষেত্রে সুবিধা পেতে আপনাকেও করতে হবে কিছু কাজ। জেনে নিন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় (PM Vikasit Bharat Yojana) রেজিস্ট্রেশন করতে কোন পদ্ধতি অবলম্বন করবেন। ১)  এই যুবকরা পাবেন সুবিধা : ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে দেশের যুবকদের জন্য নতুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করার ঘোষণা করেন। এই যোজনার আওতায়, প্রথমবারের মতো কর্মরত যুবকদের সরকার ইনসেনটিভ দেবে। এই যোজনার মাধ্যমে সরকার যুবকদের ১৫০০০ টাকা দেবে। ২)  প্রধানমন্ত্রী বিকাশিত ভারত যোজনা: ১৮ অগাস্ট সোমবার সরকার এই যোজনার পোর্টালও চালু করেছে। এখন তরুণদের মনে প্রশ্ন উঠছে- তারা কীভাবে এই পোর্টালের মাধ্যমে এই যোজনার সুবিধা পেতে রেজিস্ট্রেশন পেতে পারবেন। এখানে জেনে নিন সব প্রক্রিয়া। ৩) আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন ? কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় যুবকদের ১৫০০০ টাকা দে...

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু করল "শ্রমশ্রী" । প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে ভাতা পাবেন সাথে থাকছে আরও সুবিধা ।

Image
  পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু করল "শ্রমশ্রী" । প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে ভাতা পাবেন সাথে থাকছে আরও সুবিধা । ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের 'হেনস্থা'র সরব মুখ্যমন্ত্রী। বাংলার ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক যাঁরা ইতিমধ্যেই সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।  বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য এবার পুর্নবাসন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা ও জীবিকার জন্য সাহায্য করা'। মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিক বাইশ লক্ষ আছে। কিন্তু বাংলার বাইরেও বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে। আমি এটা বলব শুধুমাত্র যাঁরা ফিরে আসছেন, বাংলার পরিয়ায়ী শ্রমিক যাঁরা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তাঁরা যারা ফিরে আসছেন অসহায় অবস্থায় অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে। তাঁদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলার ভাষায় কথা বলা অপরাধ। কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলার যেসকল পরিযায়ী শ্রমিক, বাংলার বাইরে কাজ করছে, তাঁদের ফিরিয়ে এনে, এবং তাঁরা যদি নিজে...