আপনার Provident Fund-এ কত ব্যালেন্স আছে? চেক করুন অনলাইনে! এখন খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন আপনি ।
আপনার Provident Fund-এ কত ব্যালেন্স আছে? চেক করুন অনলাইনে! এখন খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন আপনি । নিজের মোবাইল ফোনের মাধ্যমে
Provident Fund Balance: আজকের যুগে এক মুহূর্তে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে চেক করে নেওয়া যায় কত টাকা জমেছে। কি ভাবে নিজের মোবাইল মাধ্যমে এই কাজ করতে হয়, জেনে নিন।
কর্মচারীরা বছরের পর বছর কাজ করছেন কোনও না কোনও সংস্থায়। বিনিময়ে বছরের পর বছরে ধরে জমছে প্রভিডেন্ট ফান্ডের টাকাও। কিন্তু আপনার পিএফে ঠিক কত টাকা জমেছে, জানেন কি? আজকের যুগে এক মুহূর্তে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে চেক করে নেওয়া যায় কত টাকা জমেছে। কেমন করে এই কাজ করতে হয়, জেনে নিন।
আপনার ইউএএন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যদি আধার ও ব্যাঙ্ক ডিটেলস যুক্ত থাকে তাহলেই ইপিএফও অফিসে না গিয়েও আপনি যে সংস্থায় চাকরি করেন প্রভিডেন্ট ফান্ডে তাদের অবদান ও আপনার প্রভিডেন্ট ফান্ডে সুদের পরিমাণও দেখতে পারবেন।
সুখবর! প্রত্যেক মাসে ৫০০০ টাকা ভাতা এবং বছরে ৬০,০০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার নতুন প্রকল্প চালু হলো ।
কিন্তু দেখবেন কীভাবে ?
- আপনি ফোনে উমঙ অ্যাপ ডাউনলোড করতে পারেন। সেখানে আধার লিঙ্কড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে আপনাকে।
- তারপর সেখানে ইপিএফও অপশনে গিয়ে পাশবুক দেখার অপশনে যেতে হবে।
- তারপর সেখানে ইউএএন ও ওটিপি দিলেই দেখা যাবে ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখা যাবে।
- ইপিএফও মেম্বার পোর্টালে গিয়েও প্রভেডেন্ট ফান্ডের ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখা যাবে।

Comments
Post a Comment