PM Kisan: কৃষকদের ডবল টাকা দেবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মানিত যোজনা টাকার পরিমাণ ১২০০০ হাজার হচ্ছে
PM Kisan: কৃষকদের ডবল টাকা দেবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মানিত যোজনা টাকার পরিমাণ ১২০০০ হাজার হচ্ছে
কেন্দ্র সরকার দেশের প্রত্যেকটা কৃষকদের জন্য সুবিধার্থে নানা রকম প্রকল্প চালু করেছে তারই মধ্যে একটি প্রকল্প হচ্ছে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প । যেখানে কৃষকরা প্রত্যেক চার মাস অন্তর ৩ কিস্তিতে বছরে ৬ হাজার টাকা পেয়ে থাকেন। দেশের বেশিরভাগ মানুষ এ কিসি কাজের উপর ভিত্তি করে জীবিকা নির্ভর করে কিন্তু কৃষকদের জীবনযাত্রা মান তেমনভাবে উন্নত হয়নি। এই জন্য কৃষকদের(farmers) কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে ৬ হাজার টাকা অনুদান দিয়ে থাকে।
Pm Kisan Yojana 19th installment: দেশের প্রত্যেকটি কৃষকদের জন্য খুবই খুশির খবর রয়েছে 2025 সালে শুরুতি 19 তম কিস্তিতে দুর্দান্ত একটি খবর পেতে পারেন যেটা পিএম কিষান প্রকল্পের ৬ হাজার টাকা থেকে ১২০০০ টাকা করা হতে পারে। বিভিন্ন পত্রিকা ও সংবাদ পত্রের মাধ্যমে যেটা জানা যাচ্ছে এবার বাজেটে কৃষকদের জন্য বড় উপহার দিতে চলেছে মোদি সরকার। সেই উপহার প্রত্যেক কৃষকরা এবার 19 তম কিস্তির মাধ্যমে পাবে। প্রত্যেক কৃষকদের এবার 19 তম কিস্তিতে ৪০০০ টাকা পেতে পারেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা
একটি বৈঠকে কৃষক প্রতিনিধিদের অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন দু'ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ,আলোচনায় কৃষকদের সুবিধা ও অসুবিধা সাথে সমস্যা গুলো নিয়ে সমাধানের উপায় বের করার চেষ্টা করা হয়েছে। এই আলোচনায় আর্থিক দিক থেকে সাহায্য , বাজার সংস্কার এবং কৌশল গত বিনিয়োগের সাথে প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষিকাজে মোকাবেলা করার উপায় ও আরো নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। আগামী বাজেটে প্রত্যেক কৃষকদের জন্য পিএম কিষণ সম্মানী দিয়ে প্রকল্পের পরিমাণ বর্ণ হতে পারে যেটা আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে আপনার প্রত্যেকে খবর পাবেন। এই দেশের প্রত্যেক কৃষকদের জীবনে আর্থিক সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার ।
কৃষকদের দাবি:
পড়তে কৃষকদের দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাছে কৃষি ঋণের সুদের হার ১ শতাংশ কমানোর দাবি জানাই , এছাড়াও বছরের অনুদানের পরিমাণ পিএম কিষান এর ৬০০০ থেকে ১২ হাজার টাকা করার দাবি জানিয়েছে । কৃষক সংগঠনগুলি প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা আওতায় প্রত্যেক কৃষকদের জন্য শূন্য প্রিমিয়াম ফসল বীমা দাবি জানানো হয়েছে। GST পরিমাণ কমানোর দাবি ওঠে ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ কড়া দাবী জানানো হয় অর্থমন্ত্রীকে।
- 1. প্যান কার্ড ২.০ আপনাদের কেন্দ্র সরকার থেকে যে নতুন আপডেট করতে বলা হয়েছে সেটা আপনার কিভাবে অনলাইনে করবেন
- 2. আধার কার্ডের এই কাজটি না করলে আপনাদের কোন কাজ হবে না আঁধারের মাধ্যমে। আজই আপডেট করুন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট
3.আপনাদের পুরুলিয়া ডিস্ট্রিকের ঘরের লিস্ট list আপনার কিভাবে চেক করবেন
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যোগ্যতা
এই প্রকল্পে আবেদনের জন্য কৃষকদের নিজের নামে একটি চাষ যোগ্য জমি থাকতে হবে।
একটি পরিবার থেকে কেবলমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পে আবেদন করতে পারবে কিন্তু সেই পরিবারের কোন ব্যক্তি আলাদা হলে সে ক্ষেত্রে নিজের নামে পর্চচা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন।
করদাতা কৃষকরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেনা।
আবেদন পদ্ধতি
১) সর্বপ্রথম PM Kisan Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর, আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৩) সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আপনাদের কৃষি দপ্তর বা বি এল আর ও অফিসে গিয়ে জমা করতে হবে। সবকিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সরাসরি আপনাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে
আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো নীচে অবশ্যই কোন commend বক্সে জানাবেন। পেজটি ফলো করতে ভুলবেন না।
নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ।।
- চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন:-https://youtube.com/@sp12creation?si=YewI52c3QINWVl5G
- লিংক Whatsapp:- https://chat.whatsapp.com/FCD0YdqNw4I4xk6FUwAWfW
- Telegram গ্রুপে join হয়ে যান:- https://t.me/s/sp12creatio



Comments
Post a Comment