১ লা সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসে এই নিয়ম পরিবর্তন হয়ে গেল । এই নিয়ম না জানলে পস্তাবেন পড়ে ।।

 ১ লা সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসে এই নিয়ম পরিবর্তন হয়ে গেল । এই নিয়ম না জানলে পস্তাবেন পড়ে ।।



ঐতিহ্য হারিয়ে দ্রুত গতিতে ভারতীয় ডাক পরিষেবা। তার কারণ অত্যন্ত উন্নত মানের হতে চলেছে ভারতীয় ডাক পরিষেবা। এর ফলে পোস্ট অফিসের আর্থিক লেনদেন চিঠি কিংবা পার্সেল আদান-প্রদান সমস্ত কিছুতেই গতি বাড়ানোর নতুন পরিষেবা চালু করতে চলেছে যা বাঁচবে সাধারণ মানুষের সময়। 

ডাক বিভাগ নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে চিঠি বা নথি পাঠানোর ১২৭বছরের পুরনো গতে বাধা সেই পরিষেবা। বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিতে সময়ের সঙ্গে এগিয়ে যেতে ডাক বিভাগের কর্মদক্ষতা বাড়াতে এবং তার পাশাপাশি খরচ কমাতে রেজিস্ট্রি পোস্টকে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে।

এর ফলে স্বাভাবিকভাবেই পরিষেবা যথেষ্টই দ্রুত গতিতে পাবেন গ্রাহকেরা। স্পিড পোস্টের আওতায় এলে পরে পরিষেবা দ্রুত হলেও ১২৭ বছরের ভারতীয় ডাক বিভাগের যে রেজিস্ট্রি পোস্ট ছিল আজ পর্যন্ত কেউ তাতে দাগ কাটতে পারেনি। ব্যাংক পোস্ট অফিস কিংবা টাকা পয়সা জড়িত যে কোনও বহু মূল্যবান নথিপত্র কিন্তু পাঠান হত কোনও প্রাইভেট কিংবা বেসরকারি কুরিয়ার সার্ভিসে নয়, এই ডাক পরিষেবার রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে।

তবে এবার থেকে সেটি যদি স্পিড পোস্টের আওতায় চলে আসে তখন সেই সমস্ত নথিপত্রের সুরক্ষা আদৌ সঠিক থাকবে কিনা এবং তাতে অদূর ভবিষ্যতে গ্রাহক কোনও সমস্যায় পড়বেন কিনা সেই নিয়ে অনেকেই তুলছেন প্রশ্ন।

স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যুগের সঙ্গে তথাপি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এবার এগোতে চাইছে ভারতীয় ডাক পরিষেবা। আর সেই কারণেই কিছুটা হলেও পুরনো ঐতিহ্যকে তারা দিতে চলেছে বিদায়।

তবে ভবিষ্যতে কী হবে এখন কেউই বলতে পারছেন না তবে আপামর পোস্ট অফিস গ্রাহকেরা চাইছেন বছরের পর বছর এই পোস্ট অফিসের ধীরগতির কাজ থেকে মুক্তি পেয়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারাও এগিয়ে যাক।


নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ।।

ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন:-https://youtube.com/@sp12creation?si=YewI52c3QINWVl5G


Telegram গ্রুপে join হয়ে যান:- https://t.me/s/sp12creation

Comments

Popular posts from this blog

পিএম কিষান 19 তম কিস্তির টাকা এবার এই সব কৃষকরা পাবেন না . Pm kisan 19th installment payment news today.

PM Kisan: কৃষকদের ডবল টাকা দেবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মানিত যোজনা টাকার পরিমাণ ১২০০০ হাজার হচ্ছে

কেন্দ্র সরকার থেকে দিচ্ছে ১৫০০০ টাকা সব ছেলে ও মেয়েদের জন্য । বিকশিত ভারত যোজনা শুরু হলো গোটা ভারত জুড়ে।।